Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি (মহল্লাদার পদে)
বিস্তারিত

আবেদনের শর্তাবলিঃ                                                                                                                                                                                                                                             ১। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা: ক) সর্বনিম্ন দৈহিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি

খ) বুকের মাপ ৩০ ইঞ্চি (স্বাভাবিক), ৩২ ইঞ্চি (সম্প্রসারণ) গ) সর্বনিম্ন শারীরিক ওজন ৫০ কেজি


২। মহিলা প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা: ক) সর্বনিম্ন দৈহিক উচ্চতা ৫ ফুট

খ) বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (সম্প্রসারণ) গ) সর্বনিম্ন শারীরিক ওজন ৪৫ কেজি ৫ । শিক্ষাগত যোগ্যতা।


কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ।


শর্তাবলি:

০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিক হতে হবে।

০২। আবেদনকারীকে উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন করতে হবে।

০৩। আবেদনপত্রে: ক) প্রার্থীর নাম, খ) পিতা/স্বামীর নাম, গ) মাতার নাম, য) স্থায়ী ঠিকানা, ও) বর্তমান ঠিকানা, চ) জাতীয়তা, হ) ধর্ম, জ) শিক্ষাগত যোগ্যতা, ঋ) ভোটার আইডি/জন্ম সনদ নম্বর, অ জন্ম তারিখ, ঝ) প্রার্থীর বয়স, ঞ) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। ০৪। আবেদনকারীর বয়স ১২ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। যয়নের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগা

নয়। বয়স সংক্রান্ত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে।


০৫। আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ

ক) প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)। খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। প্রশাসক কর্তৃক প্রণয় নাগরিকত্ব সনদপত্র।

গ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।

ঘ ) বয়স প্রমাণের জন্য আতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে।

০৬। আবেদন পত্র উপজেলা নির্বাহী অফিসার, গফরগাঁও, ময়মনসিংহ বরাবর ডাকযোগে/সরাসরি আগামী ২৮ আগস্ট ২০২৫ তারিখ অফিস সময়ের মধ্যে পৌছাতে হবে।

০৭। বিলমে প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৮। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৯। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিও প্রদান করা হবেনা।

১০। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকা দেয়া হবে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থী পাওয়া না গোলে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে নিয়োগ প্রদান করা হবে।

১১। আবেদনের সাথে নিম্নস্বাক্ষরকারীর অনুকূলে ৩০০/-(তিনশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোশা) সোনালী ব্যাংক লিমিটেড, গফরগাঁও শাখার চলতি হিসাব নং-৩৩০৭২০০০০২০১৪ এয় অনুকূলে দাখিল করতে হবে।

১২। আবেদনের সাথে ১০/-(দশ) টাকার ডাকটিকেট লাগানো প্রার্থীর ঠিকানা সম্বলিত ৪.৫x১০ ইঞ্চি সাইজের ০১টি খাম সংযুক্ত করতে হবে। আবেদন জমার খামের উপর স্পন্টাক্ষরে ইউনিয়নের নাম লিখতে হবে।

১৩। ইতোপূর্বে যে সকল প্রার্থী আবেদন দাখিল করেছেন তাদের নতুন করে আবেদন দাখিলের প্রয়োজন নেই।

১৪। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

১৫। যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১৬। নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে, এছাড়া প্রয়োজনে বাতিল বা পরিবর্তন করতে পারে।



উপজেলা নির্বাহী অফিসার

গফরগাঁও, ময়মনসিংহ

সভাপতি

গ্রাম পুলিশ নিয়োগ কমিটি

ফোন নং ০২-৯৯৬৬৭৭০৫৮

গফরগাঁও, ময়মনসিংহ

ই-মেইল: unogaffargson@mopa.gov.bd

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/08/2025
আর্কাইভ তারিখ
01/01/2027