গফরগাঁও উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ওসংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এইউপজেলাকে ঘিরে রয়েছে ত্রিশাল ,ভালুকা, নান্দাইল , হোসেন পুর,শ্রী পুর , উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলারমতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। গফরগাঁও, বহ্মপুত্র , শিলা , সুতিয়া প্রভৃতি নদী সংলগ্ন উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা অঞ্চলের ভাষার, নেত্রকোনাও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার আঞ্চলিক ভাষায় গফরগাঁও এলাকার ভাষার অনেকটাই সাযুজ্য রয়েছে। বহ্মপুত্র , শিলা , সুতিয়া নদীর গতিপ্রকৃতি এবং গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাটের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে গফরগাঁও এর সভ্যতা বহুপ্রাচীন। এছাড়াও এ এলাকায় কিছুক্ষুদ্র জাতিসত্বা বসবাস করে যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সাংস্কৃতিক পরিমন্ডলে গফরগাঁও অবদানও অনস্বীকার্য।
যেসব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা দেবিদ্বারয় কাজ করছে সেগুলো হলোঃ
* উপজেলা শিল্পকলা একাডেমী, গফরগাঁও
* গফরগাঁও থিয়েটার, গফরগাঁও উপজেলা শাখা
* তটিনী খেলাঘর আসর, কলেজ রোজ,গফরগাঁও
* মুক্ত পায়রা খেলাঘর আসর, কলেজ রোজ,গফরগাঁও
*শহীদ বেলাল পাঠাগার, কলেজ রোজ,গফরগাঁও
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS